Home সারাদেশ উজিরপুরের সাকুরা- নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

উজিরপুরের সাকুরা- নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

54

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা এলাকার জহির উদ্দিন তারিক প্রজেক্ট নামক স্থানে সাকুরা পরিবহন ও ইট বহনকারী নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় নসিমন গাড়ির চালক শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার(২৮) ও হেলপার ইউসুফ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার(২০) ঘটনা স্থলে নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। ঘটনাটি ঘটে আজ রবিবার ২৪ শে ডিসেম্বর সকাল পৌনে ৭ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশা এলাকার জহির উদ্দিন তারিক প্রজেক্ট নামক স্থানে। স্থানীয় সূত্রে জানাযায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো -ব- ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশ্য ১০ জন যাত্রী নিয়ে উজিরপুরের মুন্ডপাশার প্রজেক্ট এলাকা নামক স্থানে পৌছলে অপরদিক থেকে আসা ইট বহনকারী নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নাসিমন গাড়িটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে যায়। সাকুরা পরিবহনটি সামনের দিকে দুমড়ে মুচড়ে সড়কের পাশে বড় বড় গাছের ভিতর ডুকে যায়। এসময় সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০জন যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। উজিরপুর থানার ফয়ার সার্ভিস, পুলিশ, ও স্থানীয়দের সহায়তায় নিহত এবং আহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যানচালচল স্বাভাবিক করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ী চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন অভিযোগ পেলে তদন্তকরে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।