Home খেলা জাবিতে ক্রীড়া সপ্তাহ’র পুরস্কার বিতরণী উদযাপন

জাবিতে ক্রীড়া সপ্তাহ’র পুরস্কার বিতরণী উদযাপন

121

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্রীড়া সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলা মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক।

অধ্যাপক ড. মোজাম্মেল হক  শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। নিয়ম মেনে এবং সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলা পরিচালনা করতে হবে। মেনে নেওয়ার মানসিকতা আমাদের সকলের মধ্যে থাকতে হবে। খেলাধুলার মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুশীলনের মাধ্যমে ভালোকিছু করা সম্ভব। জীবনে সফল হতে হলে সর্বক্ষেত্রে অনুশীলন করতে হবে। 
তিনি আরো বলেন,  আমার দেখা মতো সপ্তাহ ব্যাপী এত সুন্দর ত্রীড়া আয়োজন আর কোন বিভাগ করতে পারেনি। আশা করি তারা এ ধারা অব্যহত রাখবে। শেষে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক সাজ্জাদ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩- ৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথমবারের মতো সপ্তাহ ব্যাপী খেলায় এবারের আসরে ১১ টি ইভেন্টে ( ক্রিকেট,  ফুটবল, দাবা, লুডু, ক্যারম, টেবিল টেনিস,বাস্কেটবল, আইকিউ টেস্ট, কুইজ, পিলো পাসিং, পাঞ্জা লড়াই। ) ৬৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে বিভিন্ন ইভেন্টে ৫৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়। এছাড়াও পয়েন্টের ভিত্তিতে ৪৬ তম আবর্তনকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শ্রেষ্ঠ ব্যাচ ঘোষণা করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মো: আবদুল্লাহ হেল কাফী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের নতুনভাবে জাগ্রত করে। খেলাধুলার মাধ্যমে নেতৃত্বগুণ আত্মাবিশ্বাস শৃঙ্খলা শিক্ষার্থীদের ভিতর গড়ে উঠে। শুুধুমাত্র শারীরিক কসরতই ক্রীড়া নয়। সুনিদিষ্ট, সুনির্ধারিত, নিয়মনীতি সম্বলিত, কৌশলপূর্ণ শারীরিক কার্যক্রমকে হলো ক্রীড়া। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তাসমিয়া পারসূব।