Home শিক্ষা ও ক্যাম্পাস ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে সমাবেশ ও র‌্যালি

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে সমাবেশ ও র‌্যালি

81

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলাগ (ন-মা) কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদিক্ষন করে।
সমাবেশ শুরু হয় জাতীয় সংগীত ,জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলণের মাধ্যমে। বেলুন ও ফেস্টুন উড্ডয়ণের মাধ্যমে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও হাসানাতুজ্জামান বাবুর সঞ্চালনায় সামাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ,জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলী হাসান তরুন,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক হুমায়ূন সরদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আহসান হাবীব শামীম , কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম রুপক, সৈকত ইসলাম, আলাউদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি চন্দ্রনাথ পাল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ,শাহ মোঃ ছোরায়েদ সাদী প্রমূখ নেতৃবৃন্দ।