Home সারাদেশ মোংলায় সংখ্যালঘুদের ভোট প্রদানে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

মোংলায় সংখ্যালঘুদের ভোট প্রদানে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

18

মোংলা থেকে মোঃ নূর আলমঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলায় সংখ্যালঘুদের ভোট প্রদানে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি’র নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির পÿ থেকে এ অভিযোগ আনা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বিশ^াস লিখিত বক্তব্যে এ অভিযোগ আনেন। লিখিত বক্তব্যে পাঠকালে সুনীল বিশ^াস বলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নৌকা প্রতীকের নিশ্চিত বিজয়কে প্রতিহত করতে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী ইজারদারের ঈগল প্রতীকের কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। ঈগল প্রতীকের কর্মীরা সংখ্যালঘুদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আর ভোট কেন্দ্রে গেলে প্রকাশ্যে ঈগল প্রতীকে সিল মারার কথা বলছে। সংবাদ সম্মেলনে বলা হয় এসব ভয়ভীতি এবং হুমকি প্রদর্শনের ফলে সংখ্যালঘু সম্প্রদায় আতংকগ্রস্থ হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় ঈগল প্রতীকের কর্মীরা নৌকা প্রতীকের মিছিলে হামলা, নির্বাচনী অফিস ভাংচুর ও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশিøষ্ট কর্তৃপÿের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধ শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, বীর মুক্তিযোদ্ধা আন্তনী রমেশ হালদার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ই¯্রাফিল হোসেন হাওলাদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, প্রীতিশ মন্ডল, সনেট হালদার প্রমূখ।