Home বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাপের মাধ্যমে ভোটাররা জানতে পারবে বিভিন্ন তথ্য

অ্যাপের মাধ্যমে ভোটাররা জানতে পারবে বিভিন্ন তথ্য

57

ডেস্ক রিপোর্ট: Smart Election Management BD- অ্যাপের সাহায্যে একজন ভোটার তার এনআইডি এবং জন্মতারিখ ইনপুট প্রদান করে নিজ ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, ম্যাপ ও দূরত্ব সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, নির্বাচনি বিভিন্ন তথ্যের পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের তথ্য, প্রার্থীগণের তথ্য এবং নির্বাচনি ফলাফল অবহিত হওয়া যাবে আলোচ্য অ্যাপটির মাধ্যমে। উক্ত Apps-এ নাগরিকগণ নির্বাচনের দিন প্রতি ২ ঘণ্টা অন্তর Periodical Polling Progress পর্যবেক্ষণ করবেন।

স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোড এবং ইন্সটল করার জন্য ‘Smart Election Management BD’- অ্যাপটি Google play store (android ডিভাইসের জন্য) এবং App store (i-phoneএর জন্য)-এ পাওয়া যাচ্ছে। যারা পূর্ব থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করেছেন তাদেরকে (Google play store / App store হতে) আপডেট করে নিতে অনুরোধ করা যাচ্ছে।