Home রাজনীতি নৌকা প্রতিককে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: শেখ হারুন

নৌকা প্রতিককে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: শেখ হারুন

30

ফুলতলা প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, বিগত এক যুগে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ সব মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এছাড়াও সমুদ্র সীমানা বিজয়, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, স্থলবন্দর স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, বড় বড় শহর ও জেলায় ফোর লেন সড়ক নির্মাণ, মাথাপিছু আয় বৃদ্ধি, সার্বিকভাবে জাতীয় প্রবৃদ্ধি, করোনাকালীন দুর্যোগ মোকাবিলা করে দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়তে আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করেছেন। তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে পুণঃরায় বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা প্রতিককে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গতকাল বৃহঃস্পতিবার বিকেল ৪ টায় ফুলতলা বাজারের স্বাধীনতা চত্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৫ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা’র পরিচালনায় নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহ, এ্যাড. তারিক হাসান মিন্টু, খানজাহানআলী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়াদ্দার, জেলা আওয়ামীলীগ সদস্য বিলকিস আক্তার ধারা, আজগার বিশ্বাস তারা, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আবু হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, যুব মহিলা নেত্রী চৈতালী হালদার চৈতি, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, হুমায়ুন কবির বুলু, সুরঞ্জিত কুমার বৈদ্য, আওয়ামীলীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন, রাম প্রসাদ জোয়াদ্দার, খাজা লিয়াকত আলী, এস রবিন বসু, বিএম শাহাদাৎ হোসেন, কামরুজ্জামান নান্নু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, যুবলীগ নেতা এসকে আলী ইয়াসিন, শহীদুল্লাহ প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, এসকে মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম নয়ন প্রমুখ।