আন্তর্জাতিক ডেস্ক: ২৪ গন্টার আল্টিমেটাম দিয়ে গাজায় স্থল হামলা শুরু করেছে ইসরাইল।গত ৭ দিন ভয়াবহ বোমা হামলা চালালে প্রায় ২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এখন সেখানে শুক্রবার থেকে স্থল হামলা শুরু করেছে। খবর বিবিসি
ইসরাইল হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইতিমধ্যে হামলা শুরুর করার কথা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার ইসরাইলী বাহিনী গাজার ১১ লাখ মানুষকে ২৪ ঘন্টার মধ্যে মধ্যে অঞ্চলটি ছেড়ে বাসিন্দাদের উত্তর অঞ্চলে সরে যেতে বলেছে।সেখান থেকে লোকজন সরে যাওয়া শুরুর মধ্যেই হামলা শুরু করেছে।
গত ৭ অক্টোবর হামাস আকস্সিকভাবে ইসরাইলের দক্ষিণঅঞ্চলে হামলা চালায়। হামলায় ইসরায়েলের প্রায় ১৩শ জন নিহত হয়েছে। এদিকে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলী হামলায় গাজায় প্রায় ২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।