Home জাতীয় কুয়াকাটার সৈকতে আবারো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

কুয়াকাটার সৈকতে আবারো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

27

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে সমুদ্রীক বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ। মঙ্গলবার সকাল সাড়ে দশ টার দিকে পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে এটিকে দেখতে পায় স্থানীয়রা। এ কচ্ছপটির ওজন প্রায় ৩০ কেজি। বর্তমানে কচ্ছটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছেন ব্লু-গার্ডের সদস্যরা। এর আগে সৈকতে এবছর মোট ৮ টি মৃত কচ্ছপ ভেসে আসে। এগুলো ডিম পাড়ার জন্য তীরে আসার পথে জেলেদের জালে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে ধারনা করেছে মৎস্য গবেষক সহ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এটির উপরিভাগের চামরা উঠে গেছে। এছাড়া বিভিন্ন শরীরের স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত কচ্ছপটি জোয়ারের তোরে ভেসে এসে সৈকতে আটকা পরে। যাতে পরিবেশের দূর্গন্ধ না ছাড়ায় এজন্য এটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে । তবে এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদরা।
ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে। তবে মৃত কচ্ছপটি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত চলছে।