Home জাতীয় আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস

আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস

29

ডেস্ক রিপোর্ট: আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামীলীগের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মুহম্মদ মুনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে জেল খানায় হত্যা করা হয়েছিল। এ কারনে বাঙালী জাতির জন্য আর একটি কলংকময় দিন। প্রতিবছর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন এই দিনটিকে স্মরণ করে কর্মসুচি পালন করেন।
এবারও সারাদেশে বিভিন্ন কর্মসুচি পালন করছে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবনে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর আওয়ামীলীগ নেতা তৎকালীন বানিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হয়ে সামরিক আইন জারি করেন।এবং ২২ আগষ্ট চার নেতাকে গ্রেফতার করা হয়।তাদের রাখা হয় ঢাকার তৎকালিন কেন্দ্রীয় কারাগারে। একই বছর ৩ নভেম্বর বেআইনিভাবে কারাগারে প্রবেশ করে ১৫ আগষ্টের খুনিরা জাতীয় চার নেতাকে হত্যা করে।