Home রাজনীতি মহানবী’র জীবন ও কর্ম মানবতার জন্য মঙ্গল বয়ে আনে: মির্জা ফকরুল

মহানবী’র জীবন ও কর্ম মানবতার জন্য মঙ্গল বয়ে আনে: মির্জা ফকরুল

30

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ—
বাণী
“আজ ঈদ মিলাদুন্নবী বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্ম দিন। ঈদ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিশ্বমানবের নিকট এক অতুলনীয় শিক্ষক হযরত মোহাম্মদ (সঃ)। তাঁর কালজ¦য়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা, মানুষের প্রতি সহানুভুতি মানবজাতির নিকট উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর পরিশ্রমী প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাওহিদের বাণী সারাবিশ্বে ছড়িয়ে দেন। অনন্য সাধারণ ব্যক্তি, অনুপম আচরণ, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালবাসা, অতুলনীয় বিশ্বস্ততা ও ক্ষমার জন্য তিনি মানবজাতির এক অনুকরণীয় আদর্শ। আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল—কোরআন মহানবী (সাঃ) উপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুসরণের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। তাঁর জীবন ও কর্ম মানবতার জন্য মঙ্গল বয়ে আনে। আমরা যেন সবাই নিজেদের জীবনে তাঁর আদর্শ অনুসরণ করে সত্যিকার মোমিন—মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আল—আমিনের নিকট মুনাজাত করি।
আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (সঃ)‘র প্রতি সালাম জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”