Home সারাদেশ চট্টগ্রামে তেলবাহী রেল ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত

চট্টগ্রামে তেলবাহী রেল ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত

22

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরীর ইপিজেডের এয়ারপোর্ট রোডে তেলবাহী রেল ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার ৬ মার্চ রাত ৯টার দিকে এয়ারপোর্ট রোডের মেঘনা পেট্রোলিয়ামের প্রধান ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন- মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। নিহতদের মধ্যে আজিজুল হক বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস ম্যান, অন্য দুজন বাসের যাত্রী।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাঁদের প্রকৃত সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান বলেন, মেঘনা অয়েলে তেল ভর্তি ওয়াগন আনার জন্য একটি ইঞ্জিন যাচ্ছিল। এই সময় সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে একটি যাত্রীবাহী বাস রেললাইনের ওপরে চলে আসে। তখন রেলের ইঞ্জিন সেটিতে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন।