Home জাতীয় কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে চার জন নিহত

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে চার জন নিহত

41

যশোর অফিসঃ কুষ্টিয়ার ঝাউদিয়ার আস্থানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি সাব্বিরুল আলম বলেন, একই গ্রামের কেরামত ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে সোমবার ২ মে বিকেলে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আস্থানগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে লাল্লু (৪০), মৃত হাসেম আলীর ছেলে কাশেম (৫০), মৃত আবুল আলীর ছেলে রহিম (৫৫) এবং আজিজের ছেলে মতিয়ার। এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কেরামত ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। তারই ধারাবাহিকতায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজলু মন্ডলের সমর্থক লাল্টু, মতিয়ার ও কাশেমসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন। নিহতদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।