Home রাজনীতি কানাডিয়ান কূটনৈতিকের সাথে বিএনপির বৈঠক

কানাডিয়ান কূটনৈতিকের সাথে বিএনপির বৈঠক

21

স্টাফ রিপোটার: কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল রাতে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক দলটি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, কানাডা হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর ব্রাডলি কোটস বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। বৈঠক শেষে দুপুর ১টার দিকে তারা গুলশান অফিস থেকে বের হয়ে যান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

তবে একটি সূত্র জানায় যেহেতু কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলরের সঙ্গে বৈঠক হয়েছে সেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন