Home শিক্ষা ও ক্যাম্পাস “বশেমুরবিপ্রবিতে যথাযথ মর্যাদায় জাতীয় শােক দিবস পালিত”

“বশেমুরবিপ্রবিতে যথাযথ মর্যাদায় জাতীয় শােক দিবস পালিত”

37

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গােপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

জাতীয় শােক দিবস উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১১ঠঅয টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।

জাতীয় শােক দিবস উপলক্ষে বাদ যােহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অপরদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, অফিসার্স এসােসিয়েশন, কর্মচারী সমিতি, শিক্ষার্থী ও অন্যান্য সামাজিক, রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ।