Home সারাদেশ উজিরপুরে প্রতারক আদম ব্যবসায়ীর খপ্পরে অসহায় পরিবার

উজিরপুরে প্রতারক আদম ব্যবসায়ীর খপ্পরে অসহায় পরিবার

19

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে আদম ব্যবসায়ীর খপ্পরে স্বর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের মৃত আজগর আলী হাওলাদারের ছেলে মসিহা হাওলাদার(৩৫),দুই মাস পূর্বে একই গ্রামের দুলাল ফরাজীর ছেলে মেহেদী হাসান রাজুকে দুবাই নিয়ে আকামাসহ সঠিক ভাবে চাকুরি দেয়ার নামে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু যুবক মেহেদী হাসান রাজুকে ট্যুরিস্ট ভিসায় দুবাই পাঠানো হয় এবং তাকে কোন আকামা দেয়া হয়নি এবং কর্মস্থলে তাকে যোগদানের সু-ব্যবস্থা না করায় তাকে অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। বর্তমানে ওই যুবক বিদেশে আয় উপার্জনের নামে দুবাই শহরে মানবেতর জীবনযাপন করছে। এদিকে বেচে থাকার জন্য মেহেদী হাসান আকামা দেয়ার কথা বললে প্রতারক মসিহা আরো ২ লক্ষ টাকা দাবী করে। এরপর কোন উপায়ন্তর না পেয়ে মেহেদী হাসান বিষয়টি তার বাবা-মায়ের কাছে জানায়। এরই প্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারী সন্ধ্যায় মেহেদী হাসানের বাবা দুলাল ফরাজী অভিযুক্ত মসিহা হাওলাদারের বাড়িতে গিয়ে কান্না করে তার কাছে অনুনয় বিনয় করে ছেলেকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ করে এবং আত্মসাৎকৃত টাকা ফেরৎ চাওয়ায় দুলাল ফরাজীকে মারধর করার জন্য উদ্যত হয় এবং বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারী দুলাল ফরাজী বাদী হয়ে অভিযুক্ত মসিহা হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মেহেদী হাসান রাজুর অসহায় বাবা দুলাল ফরাজী কান্নার কন্ঠে সাংবাদিকদের জানান আমাদের বিভিন্ন লোভ দেখিয়ে প্রতারক আদম ব্যবসায়ী মসিহা হাওলাদার আমার ছেলেকে দুবাই নিয়ে আকামাসহ সঠিক ভাবে কর্মস্থলে যোগদান করানোর কথা বলে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও মুখোসধারী প্রতারক মসিহা বিভিন্ন এলাকার যুবকদের বিদেশে চাকরি দেয়ার নামে মিথ্যা আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযুক্ত মসিহা হাওলাদারকে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ওই প্রতারককে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।