Home রাজনীতি ঐক্য আজ সময়ের দাবী–নাজমুল হক প্রধান

ঐক্য আজ সময়ের দাবী–নাজমুল হক প্রধান

36

ডেস্ক রিপোর্ট: আজ ৭ই মার্চ। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন আজ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকল বাঁধা উপেক্ষা করে লাখো বাঙালি জমায়েত হয়েছিল তার অধিকার প্রতিষ্ঠায়। এই উপলক্ষে বাংলাদেশ জাসদ দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় প্রতিকৃতিতে মাল্যদান করে বিকেল চারটায়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাকসুর সাবেক জিএস ডাঃ মুশতাক হোসেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মনজু, স্থায়ী কমিটির সদস্য নাসিরুল হক, স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি আসাদুজ্জামান জাঁকির, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জাতীয় যুবজোট ঢাকা মহানগর সভাপতি ফারুক হোসেন চঞ্চল, জাতীয় যুবজোট কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সাবেক সভাপতি শাহজাহান আলী সাজু, জাতীয় যুবজোট কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এহসান হাবিব, এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন,” বঙ্গবন্ধু এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন, সকল ধর্ম বর্নের মানুষকে অসাম্প্রদায়িক একটি সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন, স্বাধীন ভোট ব্যবস্থার মধ্য দিয়ে অর্জিত রায়কে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তার পথ দেখিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় স্বাধীনতার ৫০ বছরেও আমরা এদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারিনি। উন্নয়নের নামে লুটপাট দেশের অর্থনীতিকে দূর্বল করে ফেলেছে। লুটেরারা দেশের টাকা বিদেশে পাচার করছে। দ্রব্য মূল্যের উর্দ্ধগতি মানুষকে দিশেহারা করে ফেলেছে। লুটেরা ক্ষমতাসীনরা লুটপাট অব্যাহত রাখতে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করছে, দেশের ভোট ব্যবস্থাকে ধংশ করে ফেলেছে। এমন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে, মুক্তিযুদ্ধের চেতনা- বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সাঁচ্চা দেশপ্রেমিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য আজ জরুরী। বাংলাদেশ জাসদ আজকের এই দিনে দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি সেই ঐক্যের আহবান জানাচ্ছে।”