Home জাতীয় উজিরপুরে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভুতুরে ভোটার তালিকা প্রকাশ

উজিরপুরে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভুতুরে ভোটার তালিকা প্রকাশ

31

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভুতুরে ভোটার তালিকা প্রকাশের অভিযোগে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছে ভোটার অভিভাবকরা। ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবক আজিজুল হক হাওলাদার ও সোহেল রানা। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায় ১৯৭৫ সাল মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়নি। ওই মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুখতার হুসাইন তার মনগড়া লোক দিয়ে মাদ্রাসা পরিচালনা করে আসছে। মনগড়া কমিটির মেয়াদ শেষ হলে তড়িগড়ি করে ভুতুরে ভোটার তালিকার কাজ সম্পন্ন করে। ওই ভোটার তালিকায় দেখা যায় একাধিক শিক্ষার্থীদের ঠিকানা দেখা গেছে চরাডাঙ্গার শিক্ষার্থী ইমাম হোসেন, চরলক্ষীপুর এর মনি, দড়িরচর খাজুরদিয়ার সুমন, ইমন, বোয়ালিয়ার বায়েজিদ, নাজিরপুর এর ফাতেমা, উত্তর কাঠীপাড়ার রিফাদুল ইসলাম, বেদগর্ভ আমিনুল ইসলাম, সুমাইয়া আক্তার, কুতুবপুর আবু বক্কর, সাভার, নারায়নগঞ্জ, চরলক্ষীপুর,আগরপুরসহ দুর দুরান্তের বিভিন্ন স্থানের ঠিকানা দিয়ে মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী দেখিয়ে ভর্তি করে ভোটার তালিকায় তাদের অভিভাবক সাজিয়ে নাম অন্তর্ভূক্ত করেন। এছাড়াও পকেট কমিটি গঠন করার জন্য নিয়ম বর্হিভুত ভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি.এম জাহিদুল ইসলামের বরিশালস্থ বাসভবনে অভিভবাবক সদস্য প্রার্থীদের মনোয়ন যাচাই বাছাই করেন। যাচাই বাছাইয়ে অভিভবাবক সদস্য প্রার্থী আজিজুল হক হাওলাদার ও সোহেল রানাকে নামের বানানে ত্রুটি দেখিয়ে তাদের দুজনের মনোয়ন বাতিল করেন। এ ব্যপারে আজিজুল হক হাওলাদার জানান, অধ্যক্ষ মুহাম্মদ মুখতার হুসাইন তার নিজের দূর্ণীতি ও অনিয়ম ঢাকার জন্য ভুতুরে ভোটার তালিকা প্রকাশ করে তার মনগড়া লোকদের কমিটিতে নেয়ার জন্য পায়তারা চালাচ্ছেন। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অভিভবাবক সদস্য পদে প্রার্থীদের যাচাই বাছাই উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে হওয়ার কথা থাকলেও সেখানে তা না করে অধ্যক্ষ মুখতার হুসাইন মাধ্যমিক শিক্ষা অফিসার এবি.এম জাহিদুল ইসলামকে ভূল বুঝিয়ে আমাদের দুজনের মনোনয়ন বাতিল করেছেন। উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস জানান অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভাবে মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি.এম জাহিদুল ইসলাম জানান ভোটার তালিকা প্রকাশ কনে অধ্যক্ষ। তাতে আমাদের কোন হাত নেই। তদন্তে ভোটার তালিকা ভূয়া প্রমান হলে নির্বাচন স্থগিত করা হবে। মনোয়ন বাতিলের ব্যপারে জানান নিয়মনুযায়ী ইবতেদায়ী শাখা থেকে অভিভাবক সদস্য প্রার্থী হলে ওই শাখারাই প্রস্তাবকারী ও সমর্থনকারীর নাম থাকতে হবে। কিন্তু তারা দাখিল শাখার অভিভাবককে প্রস্তাবকারী ও সমর্থনকারী করায় মনোয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে। এদিকে এলাকাবাসী সঠিকভাবে ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচন স্থগিত করে পূনঃ তফসিল ঘোষনার দাবী জানিয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।