ডেস্ক রিপোর্ট: ইরানের কুখ্যাত ইভিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনলাইনের একটি ভিডিওতে কারাগারের ওই এলাকার ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখা গেছে। এসময় বন্দুকের গুলি চালানোর শব্দ ও সাইরেনও শোনা গেছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে রয়েছে দমকলকর্মীরা। এছাড়া খবর পাওয়ার পর পরই ওই এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাগারে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বন্দীদের পরিবার প্রধান দরজার সামনে জড়ো হয়েছে। তারা বলছে, ‘আমরা আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে বিশেষ বাহিনী সদস্য ও অ্যাম্বুলেন্স রয়েছে।’
ইভিন কারাগার রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। কারাগারটিতে রাজনৈতিক বন্দি, সাংবাদিক এবং বহু দ্বৈত ও বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহশা আমিনীর মৃত্যুর ঘটনায় ইরানে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ থেকে আটক শত শত লোককে ওই কারাগারেই রাখা হয়েছে।
আমাদের সময়.কম