Home ধর্ম বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদিআরব পৌছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদিআরব পৌছেছে

57

এলিনা হক, জেদ্দা: চারশত দশ জন বাংলাদেশী নিয়ে চলতি বছর হজের প্রথম ফ্লাইট বিজি ০০১ বাংলাদেশ সময় বিকাল তিনটা বিশ মিনিটে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনাল নিরাপদে অবতরণ করেছে। এ সময় বিমান বন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড,মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বিপিএম (বার), জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, হজ কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম সহ দূতাবাস ও কনস্যুলেটের উদ্ধতন কর্মকর্তাগণ। সৌদি সরকারের পক্ষে হাজিদের স্বাগত জানান সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইঞ্জিনিয়ার আব্দুল ফাত্তাহ সোলায়মান মাসাদ, মহাপরিচালক ইমিগ্রেশন, মহাপরিচালক হজ টার্মিনাল, হজ টার্মিনাল প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। হজযাত্রীগণ ইতিমধ্যেই সড়কপথে মক্কা আল মোকাররমা পৌছেছেন।