ডেস্ক রিপোর্ট: সোমবার গভীর রাতে দেশটির দক্ষিণ শহর নাসিরিয়ার আল-হুসেন হাসপাতালে এ ঘটনা ঘটে।

অক্সিজেন ট্যাঙ্ক ফেটে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

হাসপতালের স্বাস্থ্যকর্মী হায়দার আল জামিলি এএফপিকে বলেন, হাসপতালের আইসোলেশন সেন্টারে ৬০ রোগীর চিকিৎসা নেওয়ার ব্যবস্থা ছিলো।

আগুন লাগার পরে কিছু লোক হাসপাতারের বিক্ষোভ করে। তারা সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দিয়ে হাসপতালের কর্মীদের পদত্যাগ দাবি করেছে।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হাবলৌসি টুইটারের এক স্টাটাসে বলেন, হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রমাণ করে যে, ইরাকিদের জীবন রক্ষায় দায়িত্বশীলরা ব্যর্থ। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতার অবসান করার এটাই উপযুক্ত সময়।

গত এপ্রিল মাসে রাজধানী বাগদাদের একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮২ জন রোগী নিহত হন। আহত হয়েছিলেন কমপক্ষে আরও ১১০ জন।-আমাদের সময়.কম