Home রাজনীতি ‘তালেবান’ কে কৌশলে ক্ষমতায় বসালো মার্কিন সাম্রাজ্যবাদ

‘তালেবান’ কে কৌশলে ক্ষমতায় বসালো মার্কিন সাম্রাজ্যবাদ

33

ডেস্ক রিপোর্ট: “আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার রোধে মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় জঙ্গিবাদী শক্তি ‘তালেবান’দের জন্ম দিয়েছিল। ২০ বছর পর আজ তারাই ভিন্ন কৌশলে তাদের তৈরী সেই জঙ্গিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর ব্যবস্থা নিল। যা অত্যন্ত ন্যক্কারজনক ও আফগান জনগণের সাথে বিশ্বাস ঘাতকতার শামীল।” আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক জরুরী সভায় এমত প্রকাশ করা হয়। পলিটব্যুরোর সদস্য কমরেড হাজি বশিরুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, তালেবানদের ক্ষমতা দখলের বিষয়টি কাতারের দোহায় গত বছরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প ও তালেবানদের মধ্যে সমঝোতা চুক্তির বাস্তবায়ন মাত্র। যা সাম্রাজ্যবাদের তৈরী নতুন পুতুল সরকার বলে অনুমিত। সভায় বলা হয়, আফগানিস্তানের জনগণই তাদের ভাগ্যের নিয়ন্তা অথচ সেই জনগণকে বাদ দিয়ে গত ২০ বছর আমেরিকা এশিয়ায় তার প্রভাব বলয় বিস্তারের কৌশল হিসাবে আফগানিস্তানে জঙ্গী দমনের নামে ন্যাটো বাহিনী মোতায়েন ও একটি পুতুল সরকার গঠন করে। তাদের নিয়ন্ত্রনে গণতন্ত্র প্রতিষ্ঠার বুলি দিয়ে নির্বাচিত সরকার গঠন করেছিল। সেই সরকারকে ছঁড়ে ফেলে তারা নতুন নকশা প্রণয়ন করে এই পরিবর্তন ঘটালো যা অত্যন্ত নিন্দনীয়।