Home রাজনীতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজিমপুরে বাসদ (মার্কসবাদী)’র সমাবেশ অনুষ্ঠিত

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজিমপুরে বাসদ (মার্কসবাদী)’র সমাবেশ অনুষ্ঠিত

41

ডেস্ক রিপোর্ট: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সবার জন্যে রেশনকার্ড নিশ্চিতকরণের দাবিতে আজ ৪ জুন বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে ঢাকার আজিমপুরের ছাপড়া মসজিদ মোড়ে বিকাল সাড়ে ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার বিভিন্ন মোড়ে নেতাকর্মীবৃন্দ দলীয় প্রচারপত্র প্রচারের মাধ্যমে জনসংযোগ করেন। সমাবেশে বক্তব্য রাখেন দলের ঢাকা নগরের ইনচার্জ কমরেড নাঈমা খালেদ মনিকা। আরও উপস্থিত ছিলেন ভজন বিশ্বাস, সায়মা আফরোজ, শাহিনুর সুমি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একদিকে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে জনগণ দিশেহারা, অন্যদিকে তাদের মদদে একের পর এক চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে চলেছে ব্যবসায়ীরা। পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বহুবার বৃদ্ধি করা হয়েছে। আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। সাধারণ মানুষের আয় বাড়েনি। বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছে। অথচ সরকার বাজারে এসব মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বরং পুঁজিপতিদের স্বার্থে মূল্যবৃদ্ধির সুযোগ করে দিচ্ছে। এই অন্যায় মূল্যবৃদ্ধি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে।

সমাবেশে একই দাবিতে আগামী ১২ জুন ২০২২ আহূত জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টার গণসমাবেশে সবাইকে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।