Home জাতীয় প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ ৯ মে

প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ ৯ মে

13

স্টাফ রিপোটার: আগামী ৯ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এই তফসিল ঘোষণা করেছেন।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল।
সভা শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানা, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাচাই ১৭ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহার শেষ ২২ এপ্রিল। ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১৫২টি উপজেলার মধ্যে কক্সবাজার, শরিয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ এই ৯টিতে জেলা ২২টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। বাকি উপজেলাগুলিতে ব্যালট পেপার ব্যবহার হবে।
অশোক দেবনাথ আরও জানান, দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে, তৃতীয় ধাপের ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে।