Home জাতীয় মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ড ঘেড়াও

মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ড ঘেড়াও

47

স্টাফ রিপোটার: নতুন মজুরি ঘোষণা না করে সময়ক্ষেপণের কৌশল গ্রহণের প্রতিবাদে এবং অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে আজ ২২ অক্টেবর সকাল সাড়ে ১২ টায় নিন্মতম মজুরি বোর্ড ঘেড়াও ও স্মারকলিপি পেশের কর্মসূচী পালন করে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো।এ কর্মসুচিতে অংশ নিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-জীস্কপ, ইন্ডাষ্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদ এই ৫ টি মোর্চাভুক্ত ৬৫ টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জোট গার্মেন্টস শ্রমিক এ্যলায়েন্স,বাংলাদেশ।
গার্মেন্টস শ্রমিক নেতা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এবং আবুল হোসেনের সঞ্চালনায় নিন্মতম মজুরি বোর্ড ঘেড়াওয়ের পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আমিরুল হক আমিন, আহসান হাবিব বুলবুল, নাহিদুর হাসান নয়ন। উপস্থিত ছিলেন এ্যালায়েন্সের শীর্ষ নেতা নাইমুল আহসান জুয়েল, কুতুব উদ্দিন আহমেদ, বজলুর রহমান বাবলু, রফিকুল ইসলাম সুজন, আব্দুল ওয়াহেদ, খালেকুজ্জামান লিপন, বাহরানে সুলতান বাহার, কামরুল হাসান, মরিয়ম আক্তার প্রমুখ।