Home রাজনীতি ইভিএম ক্ষমতা ধরে রাখার চক্রান্ত: আ স ম‌ রব

ইভিএম ক্ষমতা ধরে রাখার চক্রান্ত: আ স ম‌ রব

38

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সরকারের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নয় বরং ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন ফন্দি।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জেএসডি সভাপতি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করার ফলে একদিকে রাষ্ট্রের মালিকানা থেকে জনগণকে অপসারিত করা হয়েছে অন্যদিকে বাংলাদেশকে গভীর সংকটে নিমজ্জিত করা হয়েছে। নির্বাচনহীনতার সংস্কৃতি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার এই বাস্তবতা উপলব্ধি করার সক্ষমতা হারিয়েছে।

আ স ম আবদুর রব আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ষড়যন্ত্র চক্রান্ত রাষ্ট্রকে নতুন করে বিপজ্জনক পর্যায়ে উপনীত করবে। শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে থাকার উম্মাদনা কোনক্রমেই গ্রহণীয় নয়। সরকারের উচিত দ্রুত পদত্যাগ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথকে প্রশস্ত করে রাষ্ট্রকে সংকট থেকে উদ্ধার করা।-যুগান্তর