Home খেলা ইউরোপসেরা ইতালিকে উড়িয়ে দিয়ে ফিনালিসিমা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ইউরোপসেরা ইতালিকে উড়িয়ে দিয়ে ফিনালিসিমা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

40

ডেস্ক রিপেোার্ট: ফুটবলের জাদুকর লিওনেল মেসির অপ্রতিরোধ্য খেলায় ইউরোপসেরা ইতালিকে উড়িয়ে দিয়ে ফিনালিসিমার আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফিটাও আর্জেন্টিনা । শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় ইতালির ওপর একপ্রকার আধিপত্য বিস্তারই করেছে আলবিসেলেস্তেরা। ৩-০ গোলে ইউরোপসেরাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার গোলে লা স্কালোনেটা আজজুরাকে বধ করেছে আর্জেন্টিনা। শেষ গোলটি বানিয়ে দেন মেসি।

বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়েই যায় আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটের দিকে লাওতারোর বাড়ানো বলে আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল।

এর আগে ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ফলে ৩০ মিনিট পার হওয়ার আগেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা।

বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে গোলটি করেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল।

নিজে যদিও জালের দেখা পাননি। তবে ম্যাচ জুড়ে দারুণ পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেছেন লিওনেল মেসি। সতীর্থদের গোলেও রেখেছেন অবদান। ইতালির বিপক্ষে শিরোপা জয়ে ম্যাচ সেরা হয়েছেন আর্জেন্টিনা অধিনায়কই।