Home বিজ্ঞান ও প্রযুক্তি আপনার ফোনের ব্যাটারি বেশি খরচ করছে কোন অ্যাপ

আপনার ফোনের ব্যাটারি বেশি খরচ করছে কোন অ্যাপ

25

ডেস্ক রিপোর্ট: পুরো চার্জ দেওয়ার পরও দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায় অনেকের। ফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় চার্জও দ্রুত শেষ হয়ে যায়। ফোনে থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। কারণ, ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে। ফোনের ব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানার পদ্ধতি দেখে নেওয়া যাক—
ফোনের ব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানতে প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করে ব্যাটারি নির্বাচন করলেই সর্বশেষ চার্জ দেওয়ার পর কোন ধরনের অ্যাপ কত শতাংশ ব্যাটারি খরচ করেছে, তা দেখা যাবে। এবার ভিউ ডিটেইলস অপশনে প্রবেশ করলে প্রতিটি অ্যাপের ব্যাটারি খরচের তথ্য আলাদাভাবে জানা যাবে। তালিকায় অপ্রয়োজনীয় বা অব্যবহৃত অ্যাপের নাম থাকলে সেটি মুছে ফেললে ব্যাটারির চার্জ আগের তুলনায় বেশিক্ষণ থাকবে।
প্রথমআলো