ডেস্ক রিপোর্ট: আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী ও তাদের দোসর রাজাকার আল-বদর বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।বুদ্ধিজীবীদেগর হত্যার দুই দিন পর পাকিস্তান বাহিনী আত্মসমর্পন করলে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।
প্রতি বছর ১৪ ডিসেম্বর জাতীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।এই দিন সকাল ৭টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা করেন।
এরপর মন্ত্রী পরিষদ সদস্যগন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণি প্রদান করেছেন।