Home সারাদেশ ৭১ ও ৭৫’র কুশীলবরাই ২১ আগস্টের ঘাতক: শাহে আলম এমপি

৭১ ও ৭৫’র কুশীলবরাই ২১ আগস্টের ঘাতক: শাহে আলম এমপি

33

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ আগস্ট রবিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন,৭১ ও ৭৫’র ঘাতক এবং এদের পৃষ্ঠপোষকরাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মীকে নৃশংসভাবে হত্যা ও কয়েকশত নেতা-কর্মীকে আহত করেছিল। দুঃখী-বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ও পিতার স্বপ্নের সোনারবাংলা বির্নিমাণ করে দেশকে বিশ^সভায় অনন্য উচ্চতায় আসীন করবেন বলেই মহান আল্লাহর অপার কৃপায় সেই দিন জননেত্রী শেখ হাসিনা অলৌকিকভাবে বেঁেচ গিয়েছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ড,ুউপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, [সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,সাবেক চেয়ারম্যান আ. মন্নান মৃধা,উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সেলিম,যুবলীগ নেতা মুন্তকামি লস্কর কায়েস,তপু খান,মাসুম বিল্লাহ,মশিউর রহমান সুমন ও স্বপন মাঝি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান উজ¦ল,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও মাহাতাব ইসলাম মহসিন প্রমুখ। পরে সংসদ সদস্য মো. শাহে আলমের নেতৃত্বে ঘাতকদের ফাঁসি কার্যকরের দাবিতে ও বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।