Home জাতীয় জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবীতে মানবনন্ধন

জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবীতে মানবনন্ধন

90

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দৈনিক মজুরি’ ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীরা চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্টার ভবনের সামনে মানবন্ধনে অংশ নেন প্রায় অর্ধশত কর্মচারী।

মানবন্ধন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গার্ড
তারিকুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর আমরা দৈনিক ৩৩০টাকা চুক্তিতে কাজ করছি। অসুস্থ থাকলে অথবা অনুপস্থিত থাকলে আমরা ঐদিনের বেতন পাই না। কোনো ধরনের ভাতা-বরাদ্দও নেই। প্রশাসনের পক্ষ থেকে বারবার আমাদের চাকুরি স্থায়ীকরনের আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি নেই।’

শেখ হাসিনা হলের মালি আবু হানিফ বলেন, ‘এখানে আট বছর যাবৎ দৈনিক মজুরি ভিত্তিতে শুন্য পদে চাকুরি করি।আমার মতো ১৫৯ জন বর্তমানে এভাবে কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের অসংখ্য স্থায়ী কর্মচারী পদ শুন্য পড়ে আছে। তারপরও প্রশাসন আমাদের নিয়োগ দেয় না।’

প্রত্নতত্ত্ব বিভাগের পিয়ন আবুল কালাম আট বছর চাকুরির পর মারা যান। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবার কোনো ধরনের ভাতা পায়নি বলেও দাবি করেন তিনি।