ডেস্ক রিপোর্ট: প্রায় ৬ মাস আগে ইয়েমেন থেকে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সুফিউল আনামের ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ গত ৩ সেপ্টেম্বর (শনিবার) ভিডিওটি সামনে আনে।

শনিবারে প্রকাশিত ভিডিও বার্তাটি গত ৯ আগস্ট রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওটিতে দেখা যায়, অপহৃত এ কে এম সুফিউল আনাম তাকে উদ্ধারের জন্য জাতিসংঘের কাছে আকুতি জানিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে। তাকে জঙ্গি সংগঠন আল–কায়েদা অপহরণ করেছে বলেও জানান তিনি।

গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণ হন একেএম সুফিউল আনাম। ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সেসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও বিষয়টি নিশ্চিত করে জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন।

জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো এএফপিকে জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ জাতিসংঘের একটি ফিল্ড মিশন শেষে অ্যাডেনে ফিরে আসছিলেন আনামসহ পাঁচজন জাতিসংঘ কর্মী। সেদিন গাড়ির চালককে ছেড়ে দিয়ে আনামসহ ওই পাঁচজনকে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা।
আমাদের সময়.কম