Home রাজনীতি হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

33

স্টাফ রিপোটার: একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার, মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপিসহ বিরোধীদল গুলোর ডাকা সর্বাত্মক হরতাল কর্মসূচীর দ্বিতীয় দিন সোমবার রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মহানগর দক্ষিণ বিএনপির নেতারা জানান, চকবাজার, যাত্রাবাড়ী, ওয়ারী, রমনা পল্টন, মতিঝিল, কদমতলী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে এসব বিক্ষোভ মিছিলে সরকার দলীয় কর্মীদের হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত এবং ৯জনকে আটক করে পুলিশ।

চকবাজার থানা বিএনপির নেতাকর্মীরা নগরীর চকবাজারের নাজিমউদ্দীন রোড এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

রমনা থানা ও ১৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মৌচাক এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে।

যাত্রাবাড়ী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে এবং এবং বিভিন্ন এলাকায় পিকেটিং করে। হরতালের গতকাল রাতে সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগের রাতে মশাল মিছিল বের করে।

পল্টন থানা এবং ১১নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীরর শান্তিনগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে।

ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টিকাটুলি ও ইত্তেফাক মোড়ে নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।

মতিঝিল থানা বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর ফকিরেরপূল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে।

কদমতলী থানা বিএনপি দোলাইপাড় মোড় থেকে মীর হাজিরবাগ এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিটি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ থানা বিএনপি নেতা লিটন চৌধুরী, ওয়ার্ড নেতা আতাউরসহ ৪/৫ জনকে গ্রেফতার করে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদারসহ নেতৃবৃন্দ নগরীর ৫টি জোনে হরতালের সমর্থনে মিছিল করে।

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে শাহজাহানপুর এলাকায় মিছিল করেছে নেতাকর্মীরা।

কৃষক দল দক্ষিণের নেতাকর্মীরা দুপুরে দৈনিক বাংলা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।

শ্রমিক দলের দক্ষিণের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মতিঝিল ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ মিছিল বের করে।