Home জাতীয় ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়, ৮০ ভাগের ঘরে দুই তিন...

৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়, ৮০ ভাগের ঘরে দুই তিন দিনের বেশি আহার নেই: পরিকল্পনামন্ত্রী

27

ডেস্ক রিপোর্ট: এম এ মান্নান বলেন,এই অবস্থায় আমরা বসবাস করছি।আমাদের ঘরে যেন ৪০০ থেকে ৫০০ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো দীর্ঘপথ যাওয়ার আছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি।রাজধানীর ধানমন্ডিতে ব্রতী প্রাঙ্গণে শুক্রবার ২০ পেরিয়ে ব্রতী শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানটি নূরজাহান মুরশিদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
এম এ মান্নান আরও বলেন, দেশের জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমান সরকারও তা পারেনি, তবে সরকার চেষ্টা করছে।

এই অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। এ সময় আরও বক্তব্য দেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সিপিডির ফেলো রওনক জাহান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।-আমাদের সময়.কম