Home জাতীয় ৭০৮টি ইউপিতে ভোট গ্রহণ শুরু

৭০৮টি ইউপিতে ভোট গ্রহণ শুরু

42

ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে।আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই পর্বে দেশের ৪৮টি জেলার ৯৫টি উপজেলার ৭০৮টি ইউপিতে ভোট হচ্ছে। এর মধ্যে ৪০টি ইউপিতে ইভিএমে ভোট হবে ।

নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানা যায়, সুষ্ঠভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচনী এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে নেমেছেন। এছাড়া আচরণবিধি দেখভাল করতে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধাপের নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও দলটির বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী মাঠে থাকায় সহিংসতার শঙ্কাও রয়েছে। যদিও ৪৮ জন চেয়ারম্যানসহ ১৯৩ জন জনপ্রতিনিধি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাদের মধ্যে সংরক্ষিত পদের সদস্য ৩৩ জন এবং সাধারণ সদস্য ১১২ জন। বাকি পদগুলোতে ভোট চলছে।