Home জাতীয় ৫ দফা দাবিতে ৩ দিনব্যাপী নৌযাত্রা শুরু

৫ দফা দাবিতে ৩ দিনব্যাপী নৌযাত্রা শুরু

29

রাজশাহী অফিস: সিরাজগঞ্জের ভেটুয়া নৌঘাট থেকে ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে আজ ১০ সেপ্টেম্বর সকাল ৯টায় সংগ্রাম কমিটির নেতৃত্বে নৌযাত্রা শুরু হয়েছে। ১০-১২ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এই নৌযাত্রা সিরাজগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, পাবনা, মানিকগঞ্জ ও টাংগাইল জেলার ৫৪টি নৌঘাটে যাত্রাবিরতি করবে এবং এসময় নৌযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ স্থানীয় জনগণের অংশগ্রহণে দাবির সপক্ষে মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখবেন। সংগ্রাম কমিটির সমন্বয়ক জাহিদ হোসেন খান ও আহবায়ক আব্দুল কাদের চাকলাদারের নেতৃত্বে এই নৌযাত্রায় সংগ্রাম কমিটির কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য বিশিষ্ট কবি ও সুরকার আলতাফ হোসেন মাস্টার, গোলাম ফারুক বিএসসি, আব্দুল মান্নান ভূইয়া, ইকবাল আকন্দসহ ৩০-৩৫ জন সদস্য সার্বক্ষণিভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া যাত্রা বিরতিস্থলে বিভিন্ন অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণ করেছে।
ভেটুয়া নৌঘাটের উদ্বোধনী নৌযাত্রায় বক্তারা বলেন, দেশের নদী সিক¯িÍ অঞ্চলে বসবাসকারী ৩ কোটি মানুষ জান-মালের ঝুঁকি নিয়ে সকল প্রতিকূলতা মোকাবেলা করে অনাবাদযোগ্য উঁচুনিচু জমি আবাদযোগ্য করে দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায় যুগযুগ ধরে লড়াই করেছে। তাই স্বাধীনতার পর এ অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল তাদের ভাগ্যের বদল হবে কিন্তু স্বাধীন দেশে সমস্যার সমাধান হয়নি বরং উপনিবেশিক শাসন আমলের আদলে নতুন আইন ও আইনের সংশোধন করে বাপদাদার পৈত্রিক জমির অধিকার হরণ করা হয়েছে। আইনের মারপ্যাঁচে আজ চরের মানুষ তার পৈত্রিক জমির প্রজাস্বত্ব হারিয়েছে।