Home জাতীয় না ফেরার দেশে চলে গেলেন মেহেন্দিগঞ্জের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সরদার আনিছ

না ফেরার দেশে চলে গেলেন মেহেন্দিগঞ্জের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সরদার আনিছ

46

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ না ফেরার দেশে চলে গেলেন মেহেন্দিগঞ্জের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সরদার আনিছুর রহমান। ইন্নালিল্লাহি……………………. রাজিউন। সরদার আনিছুর রহমান ছিলেন, ৬৯’র গণ অভ্যুর্থানের নায়ক, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মেহেন্দিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। বহু প্রতিভার অধিকারী এই গুনীব্যক্তি সরদার আনিছুর রহমান দীর্ঘদিন যাবত অসুস্থ্যতাজনিত কারণে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। (শুক্রবার) সন্ধ্যা ৬ ঘটিকার সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুতে মেহেন্দিগঞ্জে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। (শনিবার) সকাল ১০ ঘটিকায় পাতারহাট আব্দুল্লাহ্পুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাযা নামাজে পরিবারের পক্ষথেকে সকল ধর্মপ্রান মুসুলি­দের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।