Home জাতীয় ২০ অক্টোবর থেকে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচল করবে

২০ অক্টোবর থেকে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচল করবে

167

স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নর্দান রুটের নির্মাণ কাজ, ২০ অক্টোবর এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবং ২২ অক্টোবর ১৪০টি সেতু ও ১২টি ওভারপাস, ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

মন্ত্রী আজ সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে এবং যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো.মনজুর হোসেন, ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান উপস্থিত ছিলেন।