Home শিক্ষা ও ক্যাম্পাস জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক এন্দেল্লাহ

জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক এন্দেল্লাহ

24

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর ) বিকেল ৫টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ফরিদ আহমেদ।

জাবিসাসের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসাইন হিমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, পদার্থ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ফরিদ আহমেদ,
প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল , বাসসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল উসমান, প্রথম আলোর প্রতিনিধি মাইদুল ইসলাম, প্রমুখ।

অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘জাবি সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এখানে উপদেষ্টা হয়ে আসতে পেরে সম্মানিত বোধ করছি। উপাচার্য মহোদয় আমার উপর আস্তা এবং অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি সবাইকে নিয়ে একসাথে কাজ করে বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখতে পারবো।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘ আপনারা সকলে জানেন সম্প্রতি বিশ্ব র‍্যাংকিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবস্থানে এসেছে। এর পিছনে বড় ভূমিকা পালন করেছে সাংবাদিকরা। এজন্য সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি দৃষ্ঠি আকর্ষণ থাকবে আপনারা অবশ্যই সমালোচনা করবেন তবে গঠনমূলক। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিলেই আমি সংশোধন করতে পারব।’