আন্তর্জাতিক ডেস্ক: হাইতির প্রেসিডেন্ট জোভোনেল মইজিকে গুলি করে হত্যা করা হয়েছে।মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ফার্স্ট লেডি মার্টিন মইজিও গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

দেশটির প্রধানমন্ত্রী ক্লদে জোসেপ বিবৃতিতে জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা না গেলেও তারা ইংরেজি ও স্প্যানিশ ভাষায় কথা বলছিলো।

ইতোমধ্যে বিষয়টি তদন্তের জন্য কাজ শুরু করেছে হাইতি পুলিশ।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ডোমিনিকান রিপাবলিক বুধবার হাইতির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

প্রেসিডেন্ট জেভোনেলের বিরুদ্ধে হাইতির জনগণের মধ্যে অসন্তোষ দানা বেঁধে উঠছিলো।