Home জাতীয় স্বচ্ছতার সাথে কাজ করতে হবে শুদ্ধাচারে চলতে হবে–মোংলায় বাগেরহাট ডিসি

স্বচ্ছতার সাথে কাজ করতে হবে শুদ্ধাচারে চলতে হবে–মোংলায় বাগেরহাট ডিসি

62

মোংলা থেকে মো. নূর আলমঃ স্বচ্ছতার সাথে কাজ করতে হবে এবং শুদ্ধাচারে চলতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। সবাই মিলে কাজ করলে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও ইভটিজিং বন্ধ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আল্লাহ্-র রাসুল সাম্প্রদায়িকতা পছন্দ করতেন না। ১৫ নভেম্বর সোমবার বিকেলে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে বাল্যবিয়ে, মাদক, জন্ম নিবন্ধন এবং সার্ভিস রুল বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান একথা বলেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল কুদ্দুস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নারজিন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইজারদার ইকরাম হোসেন প্রমূখ। মতবিনিময় সভার আগে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সুন্দরবন ইউনিয়ন পরিষদ এবং মিঠাখালী ইউনিয়নের খোনকারবেড় কমিউনিটি ক্লিনিক পরির্দশন করেন।