আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনী এক অভ্যূত্থানের মাধ্যমে নাইজারের সরকার উৎখাত করেছে।দেশটির প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।বাতিল করা করা হয়েছে দেশটির সংবিধান। একই সাথে দেশব্যাপী কারফিই জারি করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে।
জানাগেছে, অভিজাত প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বাসভবন এবং অফিসগুলোতে প্রবেশ করে তাকে আটক করে।
আঞ্চলিক ও বিশ্ব নেতারা প্রেসিডেন্ট বাজুমের মুক্তি দাবি করেছে।বাজু দুই বছর আগে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহন করেছিলেন।
বুধবার রাতে এক টেলিভিশন ভাষনে মেজর আমাদু আবদামানে বলেছেন,
প্রতিরক্ষা ও প্রেসিডেন্ট বাজুমের শাসনের অবসান ঘটিয়েছি।
তিনি বলেন, সমস্ত প্রতিষ্ঠানের কার্যক্রম, সীমান্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দওেয়া পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।