আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে কারাবন্দী নেত্রী অং সান সুচি পাচঁ ফৌজদারি মামলায় ক্ষমা করে দিয়েছে জান্তা সরকার। এখনও তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা চলমান।মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেছে।
জানাগেছে, বুদ্ধিস্ট লেন্ট ডে উপলক্ষে সাত হাজারের বেশী বন্দিকে ক্ষা করে দিয়েছে সরকার। স্টেট এডমিনিস্ট্রেশান কাইন্সিলের চেয়ারম্যান সুচিকে ক্ষমা করেছেন।
সুচি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যূত্থানে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছে।
আদাতল থেকে জানাগেছে, পাঁচটি মামলা থেকে মুক্ত হলেও বাকি ১৪ি মামলা থাকায় কারামুক্ত হতে পারছেন না।