Home সারাদেশ সামাজিক সংগঠন এসপিএফ-এর যাত্রা শুরু

সামাজিক সংগঠন এসপিএফ-এর যাত্রা শুরু

26

রংপুর অফিস: রংপুর সদর উপজেলার ৪ নং সদ্যপুষ্করিণী ইউনিয়ন-এর যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থী তাদের মধ্যে মেলবন্ধন আরও জোরদার করার প্রয়াসে সামাজিক সংগঠন হিসেবে ‘সদ্যপুষ্করিণী পাবলিকিয়ান ফোরাম (এসপিএফ)’ ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সংগঠনের ১ম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন জনাব মোঃ শামিম মÐল, সাধারণ সম্পাদক হয়েছেন জনাব মোঃ শাহারিয়া সৌরভ এবং কোষাধ্যক্ষ হয়েছেন জনাব মোঃ দুলাল মিয়া। এছাড়া, কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক: জনাব মো. রুমোন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক : জনাব রেজাউল হক রাইয়ান, দপ্তর সম্পাদক: জনাব মোঃ মাহিম হাসান মিম, সহ-দপ্তর সম্পাদক: জনাব মোঃ সাব্বির হোসাইন, প্রচার সম্পাদক: জনাব মোঃ নুরজ্জামান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক জনাব মোঃ তাওসিয়াদ।
উল্লেখ্য, একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং সমাজকল্যাণমুখী সংগঠনরূপে গত ৩০ এপ্রিল ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেয়া হয় ‘এসপিএফ’ প্রতিষ্ঠার। দীর্ঘ প্রায় এক বছর ধরে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট অ্যালামনাই ও শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ডেপুটি রেজিস্ট্রার জনাব এ কে এম আফতাবুজ্জামান-এর সভাপতিত্বে গত ১৪ এপ্রিল ২০২৩ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য-সচিবের দায়িত্বে ছিলেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক জনাব মোঃ ওমর ফারুক। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো. শওকত আলীকে ‘সদ্যপুষ্করিণী পাবলিকিয়ান ফোরাম (এসপিএফ)’-এর প্রথম ‘প্রধান উপদেষ্টা’ হিসেবে মনোনীত করা হয়। প্রধান উপদেষ্টা নেতৃত্বে আগামী ২ বছরের জন্যে এসপিএফ-এর প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হলো। এই কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে গতকালং থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সংগঠনটি।