Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে রাজা হলেন বিপ্লব রাণী প্রীতি

জাবিতে রাজা হলেন বিপ্লব রাণী প্রীতি

209

জাবি প্রতিনিধি :নজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৩ তম আবর্তনের রাজা নির্বাচিত হলেন শফি কামাল বিপ্লব ও রাণী নির্বাচিত হলেন শাহিনুর আকতার প্রীতি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্ৰীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে দিনব্যাপী ভোটগ্রহন অনুষ্ঠিত হয় ।

৪৩ ব্যাচের সকল শিক্ষার্থী এ নির্বাচন ভোট প্রদান করেন। বিকেলের দিকে ছিল উপচে পড়া ভীড়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ হাজার ২শ ৩৭ জন। তারা রাজা ও রাণি পদে একটি করে ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার তহিদুল ইসলাম।

রাজা পদে নির্বাচন করেন ৪৩ তম আবর্তনের দুই বন্ধু। তাদের একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব এবং মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিপ্লব হোসাইন।

রাণী পদে হাড্ডাহাড্ডি লড়াই হয় শাহিনুর আকতার প্রীতি ও পন্নি এর মধ্যে।

প্রতি ব্যাচ থেকে রাজা রাণী নির্বাচন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ।