Home সারাদেশ সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

20

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন: পয়ঃনিষ্কাশন কর্মী মিঠু (২২), আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার এমদাদুল হক বলেন, কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছি।

সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, ‘সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। তারা সেপটিক ট্যাংকে আটকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ এলে বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
আমাদের সময়.কম