Home জাতীয় কৃষক ফ্রন্টের মানববন্ধন-সমাবেশে নেতৃবৃন্দ

কৃষক ফ্রন্টের মানববন্ধন-সমাবেশে নেতৃবৃন্দ

36

ডেস্ক রিপোর্ট: বোরো ধানের দাম মণ প্রতি ১২০০ টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে ১টি করে সরকারি ক্রয় কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টন ধান ক্রয় করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নিখিল দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা নগরের সদস্যসচিব জুলফিকার আলী, শ্রমিক নেতা খালেকুজ্জামান লিপন, নারী নেত্রী রুখশানা আফরোজ আশা, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রদীপ সরকার।
নেতৃবৃন্দ বলেন, বোরো ধান কাটা মাড়াই মৌসুম চলছে। সরকার ধানের দাম মণ প্রতি ১০৮০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি। আমরা উৎপাদন খরচের সাথে ৪০% বাড়তি যুক্ত করে ফসলের দাম নির্ধারণের দাবি করেছি। বোরো ধানের দাম কমপক্ষে ১২০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। তা না হলে কৃষকের লোকসান হবে, কৃষক সর্বশান্ত হবে।