Home শিক্ষা ও ক্যাম্পাস “প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির সাত শিক্ষার্থী”

“প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির সাত শিক্ষার্থী”

65

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নিকট হতে স্বর্ণপদক পেতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরাদ হোসেন।

এদিকে মনোনীত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, বাংলা বিভাগের তনিমা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এসএম ইসমাইল হোসেন, আইন বিভাগের সুলতানা আঞ্জুমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হাফিজুর রহমান ও কৃষি বিভাগের জেসমিন আক্তার।

মানবিক অনুষদের বাংলা বিভাগের শিক্ষার্থী তনিমা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া সবার জন্য গর্বের বিষয়। প্রথম সেমিস্টার থেকেই চেষ্টা করেছি প্রত্যেকটি পরীক্ষা ভালো করে দিতে। সবসময় ইচ্ছা থাকত সবার থেকে বেশি নাম্বার পাওয়া। তাই চেষ্টা করতাম পরীক্ষার খাতায় সবার থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে। এগুলো আমার ভালো রেজাল্ট করতে সহায়তা করেছে। এতো ধৈর্যের প্রতিদান স্বরুপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক সত্যি অনেক আনন্দের।

উল্লেখ, ইউজিসি কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য অনুষদ ভিত্তিক সর্বোচ্চ ফলাফলধারীর তালিকা প্রেরণের ভিত্তিতে সাতজনকে মনোনীত করা হয়।