Home জাতীয় সাতক্ষীরায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে বহিষ্কার

সাতক্ষীরায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে বহিষ্কার

30

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে বহিষ্কার।

সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে, বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিস্কৃতরা হলেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফিংড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মো: মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শিবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: আবুল কালাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: গোলাম মোন্তফা বাবু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: সাইফুদ্দীন ইসলাম পলাশ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগরদাড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মজনুর রহমান মালি এবং কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিদ্রোহী প্রার্থী মনিররুল ইসলাম।
এবিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বর্হিস্কৃতদের বিদ্রোহী প্রার্থী হওয়ার আগে দুই বার সতর্ক নোটিশ দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকার পক্ষে সমর্থন দিতে নির্দেশনা দেয়া হয়, কিন্তু তারা সে নির্দেশনা না মানায় অবশেষে বহিস্কার করা হয়েছে।