Home রাজনীতি সব মামলায় জামিনের পর পুরোনো মামলায় আবারও কারাগারে বিএনপি নেতা

সব মামলায় জামিনের পর পুরোনো মামলায় আবারও কারাগারে বিএনপি নেতা

114

স্টাফ রিপোটার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সকল মামলায় জামিন নেওয়ার পরে জামিননামা আজ জেলখানায় প্রেরন করলে তাকে আবারও হাজারীবাগ থানার একটি পুরাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সব মামলায় জামিনের পরও আবারও জরাজীর্ণ পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় জেলখানায় প্রেরণ করা নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এরকম প্রতিদিন নতুন নতুন গায়েবি মামলায় নতুন করে একের পর এক গ্রেফতার দেখিয়ে প্রতিনিয়ত বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কারাগারে দিনের পর দিন আটক করে রেখেছে সরকার। এগুলো করে সরকার শেষ রক্ষা পাবে না। আজকে সাধারণ জনগণই আমাদের শক্তি। আর শক্তির কাছে এই নতজানু সরকারকে এবার বিদায় নিতেই হবে, এই আমাদের শপথ।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৮৪টি মামলার আসামী হোন শেখ রবিউল আলম।

শেখ রবিউল আলমকে গত বছরের ২৬ ডিসেম্বর গভীররাতে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করা হয়। গ্রেপ্তারের আগে তিনি নিয়মিত টিভি টকশোতে অংশ নিতেন।