Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবিতে পরিবেশবিদ সোসাইটির ক্যাম্পাস সিনেটর নির্বাচিত

বশেমুরবিপ্রবিতে পরিবেশবিদ সোসাইটির ক্যাম্পাস সিনেটর নির্বাচিত

147

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: মো মোস্তাফিজুর রহমান গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ক্যাম্পাস সিনেটর নিয়োগ করা হয়েছে। সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৩য় বর্ষ, ২য় সেমিস্টারের শিক্ষার্থী উৎস দাস।

সম্প্রতি বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির পরিচালক পরিবেশবিদ শেখ আবু জাহিদ কর্তৃক স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নির্বাচিত হওয়ার পর বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত ক্যাম্পাস সিনেটর উৎস কুমার ঘোষ বলেন, আমরা অতি দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠনে করে ওয়ার্কশপ, সেমিনার ও মাঠপর্যায়ে কাজ করে পরিবেশ উন্নয়নে এগিয়ে আসবো।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি পরিবেশ বিষয়ে স্নাতক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। যারা পরিবেশ বিষয়ক ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতাসহ পরিবেশ সংরক্ষন, পরিবেশ উন্নয়ন, পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত সেমিনার আয়োজন ও মাঠপর্যায়ে কাজ করে আসছে।